মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
মনিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের যুব সমাবেশের প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বৈরাচার, ফ্যাসিস্ট, দূর্নীতি মুক্ত সরকার প্রতিষ্ঠার দাবিতে জুলাই বিপ্লবে হাজার হাজার তরুণ যুবক প্রাণ দিয়েছে। যে কারনে তারা প্রাণ দিয়েছে সেটি ভূলে গেলে হবে না। নির্বাচন করে ক্ষমতায় বসা এটি আমাদের চাওয়া না। নিরপেক্ষ দূর্নীতি মূক্ত সরকার প্রতিষ্ঠা চেয়ে যারা জীবন হারিয়েছেন তাদের সেই আকাংঙ্খা আমরা ইসলামের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চায়। আর যারা নির্বাচন চেয়ে পাগল হয়ে যাচ্ছে বুঝে নিন আসলে তাদের প্রয়োজন কেবল ক্ষমতা আর টাকা। শুক্রবার মনিরামপুর ফাজিল মাদ্রাসা মাঠে মনিরামপুর যুব শাখার আয়োজনে যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। উপজেলা য্বু বিভাগের সভাপতি এইচ এম শামীমের সভাপতিত্বে প্রধাণ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য আ্যাড. গাজী এনামুল হক এবং সহঃ অধ্যাপক ফজলুল হক। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সভাপতি যুব বিভাগ প্রভাষক মনিরুল ইসলাম জেলা, জেলা সহ:সেক্রেটারী অধ্যাপক গোলাম কুদ্দুস প্রমূখ।