মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
মনিরামপুরে জাতীয় সংবিধান দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্য কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের আহবায়ক উত্তম চক্রবর্ত্তী বাচ্চু।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মনিরামপুর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান,মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহযোগি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, মনিরামপুর প্রেসকাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মকবুল হোসেন, হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন লিটন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমার কর্মকার প্রমুখ।
