হোম খুলনাযশোর মনিরামপুরে খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার 

মনিরামপুরে খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার 

কর্তৃক Editor
০ মন্তব্য 63 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের মনিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ তৃনমূলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভূলে একাট্টা হয়ে ধানের শীষের পক্ষে কাজ করে বিএনপির প্রার্থী শহীদ ইকবাল হোসেনকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দলিয় কার্যালয়ের পাশে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাবেরুল হক সবু বলেন, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশে গনতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, মনিরামপুর উপজেলা বিএনপির সহসভাপতি জি এম মিজানুর রহমান, বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান মফিজ, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, মোতালেব হোসেন, গাজী আব্দুস সাত্তার, শামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, আবু বক্কার সিদ্দিকী, খান শফিয়ার রহমান, রবিউল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, হরিহরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস, খেদাপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুনছুর রহমান, বিএনপি নেতা ঢাকা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য অ্যাডভোকেট শামছুজ্জামান দীপু, আজিবর রহমান, কামরুজ্জামান শাহিন, জাহাঙ্গীর বিশ্বাস, জুলফিকার আলী  ভূট্টো, একে আজাদ, কামরুজ্জামান, ফারুক হোসেন সহ ১৭টি ইউনিয় ও পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারন সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ তৃনমূলের নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভূলে একাট্টা হয়ে ধানের শীষের পক্ষে কাজ করে বিএনপির প্রার্থী শহীদ ইকবাল হোসেনকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলটি পরিচালনাকরেন অধ্যক্ষ মহসিন আলী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন