রিপন হোসেন সাজু:
মনিরামপুরে খোরশেদ আলম নামে একজন কৃষকের দেড় বিঘা জমির সরিষা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতের কোনো এক সময়ে কে বা কারা এই কাজ করেছে। পুলিশ বলেছে বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে। ঘটনাটি ঘটেছে মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের সোহরাব মোড় এলাকার মাঠে। ক্ষতিগ্রস্থ কৃষক খোরশেদ আলম জানান, স্থানীয় ব্যবসায়ীদের সাথে তিনি শরিবার ভোরে সুন্দরবনে পিকনিকে যান। সেখান থেকে ফিরে তারা রাতে মোড়ে অন্যান্যদের সাথে অবস্থান করছিলেন। এমন সময় কয়েকজন উত্তর দিকের মাঠে আগুন জ্বলতে দেখেন। সবাই সেখানে পৌঁছে দেখেন খোরশেদ আলমের জমিতে স্তুপ করা সরিষায় আগুন জ্বলছে। স্থানীয়রা উদ্যোগী হয়ে কিছু সরিষা রক্ষা করেন।
ক্ষতিগ্রস্থ কৃষক খোরশেদ আলম জানান, তিনি দেড় বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করেছিলেন। ফলনও হয়েছিল বেশ ভালো। প্রায় দশ মণ সরিষা পাওয়ার আশা করেছিলেন এবার জমি থেকে। কিন্তু, দুর্বৃত্তরা তার আশা দূরাশায় পরিণত করে দিয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে পুলিশকে জানানো হয়েছে। খেদাপাড়া পুলিশ ক্যাম্পের আইসি উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, বিষয়টি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী শনাক্ত হলে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।