রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
বার্ধক্যজনিত কারণে যশোরের মনিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গাজী মাযাহারুল আনোয়ারের পিতা প্রবীন আওয়ামীলীগ নেতা গাজী আব্দুল হামিদ (৭৮) মারা গেছেন। (ইন্নালিল্লাহি…..রাজেউন)।
বৃহস্পতিবার রাত ১১ টায় দিকে দূর্বাডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত দূর্বাডাঙ্গা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দায়িত্ব পালনসহ সামাজিক কাজে নিয়োজিত ছিলেন।
প্রবীন এ আওয়ামীলীগ নেতার মৃত্যুর সংবাদ শুনে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাও করেছেন।
শুক্রবার সকাল ১১ টায় স্থানীয় প্রতিবন্ধি স্কুল মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মরহুমের জানাজায় রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
প্রবীন এ আওয়ামীলীগ নেতা গাজী আব্দুল হামিদের মৃত্যুর সংবাদ শুনে তার বাড়ি গিয়ে ও এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
তারা হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরমেয়র কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামীলীগের নেতা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, যশোর সিটিপ্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামীলীগের নেতা জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুবোধ কুমার সরকার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সাধারন সম্পাদক মোতাহার হোসেন ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমসহ প্রমূখ।