হোম খুলনাযশোর মনিরামপুরে ইউএনও’র উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটেশন সামগ্রী বিতরণ

মনিরামপুরে ইউএনও’র উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটেশন সামগ্রী বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 39 ভিউজ

রিপন হোসেন সাজু:

মনিরামপুরে ইউএনও ব্যাতিক্রম ধর্মী উদ্যোগে নিম্নঅঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে বিশেষ সেমিনার এবং স্যানিটেশন সামগ্রী পাচ্ছে ১০ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না উপজেলার ভবদহ অঞ্চলের কুলটিয়া ও কামিনিডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সকল ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তাদের নিয়ে সেমিনার পূর্বক স্যানিটেশন সামগ্রী বিতরণ করেন। জানা যায়, উপজেলার ভবদহ এলাকায় বছরের বেশির ভাগ সময় জলবদ্ধতার কারনে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকির মধ্যে থাকে।

এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে তিনি এ ব্যাপারে অগ্রসর হন। যার প্রেক্ষিতে উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রসাশনের সার্বিক সহযোগিতায় ভবদহ নিচু অঞ্চলের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ সেমিনার ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করার পরিকল্পনা গ্রহন নেন ইউএনও। উপজেলা নির্বাহী অফিসার জনাব নিশাত তামান্না জানান, সম্প্রতি ভবদহ কারনে সৃষ্ট জলবদ্ধতা এবং বাঁধ ভাঙ্গার কারনে ওই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছত্রীদের স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় নিয়ে প্রতিষ্ঠানে সেমিনার ও স্যানিটেশন সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করি। প্রথম পর্যায় ১০ প্রতিষ্ঠানে সেমিনার ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হবে। এরপর পর্যায় ক্রমে সকল প্রতিষ্ঠানে এই কর্যক্রম গ্রহণ হতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন