হোম খুলনাযশোর মনিরামপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মনিরামপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ

রিপন হোসেন সাজু:

যশোরের মনিরামপুর বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় একশো পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার তিনটার সময় ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আস-সুন্নাহ’র স্থানীয় প্রতিনিধি মাওলানা আশরাফ ইয়াসিন -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইমদাদিয়া মাদানি নগর মাদ্রাসার মুহতামিম মুফতি রশিদ বিন ওয়াক্কাস। নাসিম খান এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানা অফিসার ইনচার্জ গাজি নুর মুহাম্মদ, আস-সুন্নাহ কেন্দ্রীয় প্রতিনিধি মাওলানা শুয়াইব, বালিয়াডাঙ্গা খানপুর কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান শাহিন, মনিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিসার উদ্দিন খান আজম, সহ-সভাপতি জি এম ফারুক আলম প্রমূখ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মনিরামপুর প্রতিনিধি আশরাফ ইয়াছিন জানান, এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানবতার পাশে দাঁড়িয়েছে। এ বছর ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রমে অন্তত ত্রিশ হাজার পরিবারকে ইফতারি সহায়তা প্রদানের টার্গেট করছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার মনিরামপুরে ১০০টি অসহায় হত-দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি পরিবারকে ২ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ২ কেজি ডাল এবং ১ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন