রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
মোবাইলে জুয়া খেলে অবৈধভাবে টাকা পাচারের ঘটনায় আটক দুইজনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলো, মনিরামপুরের কমলপুর গ্রামের চিত্তরঞ্জন রায়ের ছেলে বিপ্লব রায় ও আনন্দ কুমার রায়ের ছেলে সমীর কুমার রায়। বুধবার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, যশোরের র্যাব-৬ গোপন সংবাদে জানতে পারে, বিপ্লব রায় ডলার ক্রয়-বিক্রয় ও মোবাইল ব্যাংকের মাধ্যমে টাকা আদান প্রদান করছে। গত ২৭ নভেম্বর র্যাবের একটি দল অভিযান চালিয়ে বাড়ি থেকে বিপ্লব রায়কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে মোবাইল এ্যাপসের মাধ্যমে জুয়া খেলে বলে স্বীকার করে। একই সাথে তার স্বীকারোক্তিতে সমীরকে একই অপরাধে আটক করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি রিপন শিকদার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই জনকে আসামি করে মনিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক দুইজনের ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
