হোম ফিচার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসবে অস্ত্রোপচার কমিয়েছে

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :

গর্ভবতী মায়ের সিজারিয়ান অপারেশন (অস্ত্রোপচার) এর মাধ্যমে ডেলিভারির খরচ মেটাতে যখন অধিকাংশ মধ্যবিত্ত অথবা নিন্ম মধ্যবিত্ত অভিভাবকরা দিশেহারা তখন যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুরুত্বারোপ করা হচ্ছে বিনামূল্যে নরমাল ডেলিভারির দিকে। তার ওপর নরমাল ডেলিভারির প্রতি আগ্রহ বাড়াতে নেয়া হয়েছে ভিন্ন ভিন্ন পদক্ষেপ। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর নরমাল ডেলিভারিতে যেমন খুশি প্রসূতি মা, তেমনি তাদের অভিভাবকরা।

দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মনিরামপুরে মোট জনসংখ্যা প্রায় ছয়লাখ। কিন্তু দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিশেষজ্ঞ (সার্জারি) চিকিৎসক পোস্টিং না থাকায় গর্ভবতী মায়েদের মধ্যে বিশেষ করে ক্রিটিক্যাল (জটিল) রোগীরা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছিল। আর এ সুযোগকে কাজে লাগিয়ে বেসরকারি ক্লিনিক মালিকরা তাদের প্রতিনিধিদের (দালাল) মাধ্যমে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের প্রতিষ্ঠানে ভর্তি করান।

তবে অভিযোগ রয়েছে কারণে-আকারণে ক্লিনিক কর্তৃপক্ষ অধিকাংশ গর্ভবতীকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি করান। আর এ জন্য গর্ভবতীর অভিভাবককে ক্লিনিকের ধার্যকৃত টাকা পরিশোধ করতে হিমশিম খেতে হয়। প্রতি সিজারিয়ান ডেলিভারিতে গুণতে হয় ৮ থেকে ৩০ হাজার টাকা। বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. তন্ময় বিশ্বাস মনিরামপুরে যোগদান করেন চলতি বছরের ১৮ জানুয়ারি।

তিনি জানান, যোগদানের পর থেকে অদ্যাবধি এখানে (স্বাস্থ্য কমপ্লেক্সে) কোন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক (সার্জারি) পোস্টিং দেয়া হয়নি। ফলে গর্ভবতী মায়েদের সেবা দেয়ার জন্যে যশোরের সিভিল সার্জনের প্রচেষ্টায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ (সার্জারি) ডা. আয়শা আক্তারকে ডেপুটেশনে সপ্তাহে তিনদিন এখানে দায়িত্ব দেয়া হয়েছে। সেই থেকে সপ্তাহে রোব, মঙ্গল ও বৃহস্পতিবার দিনব্যাপী ডেলিভারি (সিজার ও নরমাল) করানো হচ্ছে।

ডা. তন্ময় জানান, আমাদের গ্রামাঞ্চলের মায়েদের অসচেতনতার কারণেই মূলতঃ ডেলিভারির সময় ক্রিটিক্যাল (জটিল) পরিস্থিতির সৃষ্টি হয়। যে কারণে শেষ পর্যন্ত সিজারিয়ান (অস্ত্রোপচার) এর মাধ্যমে ডেলিভারির প্রবণতা বৃদ্ধি পায়। বিষয়টি উপলদ্ধি করতে পেরে তিনি গুরুত্বারোপ করেন নরমাল ডেলিভারির ওপর। এ জন্য গাইনি বিশেষজ্ঞ ডা. আয়শা আক্তারের নেতৃত্বে অ্যানেসথেসিয়া (অবশ) ডা.খালেদুজ্জামান মুজাহিদ, আবাসিক মেডিকেল অফিসার ডা.অনুপ কুমার বসু ও ধাত্রীবিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচজন মিডওয়াইফের সমন্বয়ে গঠন করা হয় একটি ডেলিভারি টিম।

মূলতঃ এ টিমের সদস্য মিডওয়াইফরা তালিকা অনুসারে গর্ভবতীদের ফোন করে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে নিয়মিত চেকআপ করেন। যেসব গর্ভবতীর অবস্থা একটু ক্রিটিক্যালের লক্ষণ পাওয়া যায় তাদেরকে গাইনি বিশেষজ্ঞ ডা. আয়শা আক্তারের কাছে পাঠানো হয়। এ ক্ষেত্রে আয়শা আক্তার তাদের নিয়মিত চিকিৎসা দিয়ে স্বাভাবিক করেন। ফলে অধিকাংশ গর্ভবতীকে নরমাল ডেলিভারি করানো সম্ভব হয়।

ডা. আয়শা আক্তার জানান, নরমাল ডেলিভারির জন্য গর্ভবতীকে যেমন সচেতন থাকতে হবে, তেমনি চিকিৎসকসহ সংশ্লিষ্টদের আন্তরিকতাও থাকতে হবে। তাহলে দিন দিন নরমাল ডেলিভারির প্রতি মায়েদের আগ্রহ বাড়বে। ইতোমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ছয়টি বেডের সমন্বয়ে গঠন করা হয়েছে প্রসূতি বিভাগ। এ ছাড়াও নির্মাণ করা হয়েছে কেএমসি (ক্যাঙ্গারু মাদার কেয়ার ইউনিট) ওয়ার্ড।

ডা.তন্ময় বিশ্বাস জানান, গাইনি বিশেষজ্ঞের নেতৃত্বে ডেলিভারি টিম গঠনের কয়েকমাসের মধ্যে এ পর্যন্ত ডেলিভারি করা হয়েছে ২৯৪ টি। এর মধ্যে নরমাল হয়েছে ২২৫ টি এবং সিজারিয়ান (অস্ত্রোপচার) এর মাধ্যমে হয়েছে ৬৯ টি। তার ওপর নরমাল ডেলিভারির প্রতি আগ্রহ বাড়াতে ইতোমধ্যে প্রসূতি মা ও নবজাতককে দেয়া শুরু হয়েছে বেবিসেটসহ বিশেষ উপহার। ফলে দিন দিন নরমাল ডেলিভারির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কথা হয় উপজেলার দোনার গ্রামের কৃষক রাসেল হোসেনের স্ত্রী প্রসূতি মা তানজিলা খাতুনের সাথে।

তিনি বলেন, গ্রামের এক ডাক্তার (পল্লী চিকিৎসক) বলেছিলেন সিজার করা লাগতে পারে। সেই থেকে অজানা ভয়ের ভেতর ছিলাম। কিন্তু হাসপাতালে ভর্তির পর মিডওয়াইফ আছিয়া, টুম্পা ও রিপা আমাকে সাহস জুগিয়ে কয়েকদিন ধরে নিয়মিত পরিচর্যা করায় নরমাল ডেলিভারি হয়েছে। তার ওপর বেশি খুশি হয়েছি আমার একটা ছেলে সন্তান হওয়ায়।

জুড়ানপুর গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী প্রসূতি মা মরিয়ম বেগম জানান, প্রথমে তিনি খুব ভয় পেয়েছিলেন নরমাল ডেলিভারিতে। কিন্তু শেষ পর্যন্ত ডাক্তারদের প্রচেষ্টায় সফল হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, আমরা সিজারের (অস্ত্রোপচার) পরিবর্তে নরমাল ডেলিভারির দিকে গুরুত্ব দিচ্ছি। ফলে মনিরামপুরে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক পোস্টিং দিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। আশা করা হচ্ছে অচিরেই এ সমস্যার সমাধান হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন