মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরার মেঘনায় এক জেলের জালে ২০ কেজি ওজনের দুইটি কোড়াল মাছ ধরা পড়ে। অসময়ে মেঘনায় এত বড় কোড়াল মাছ জেলের জালে ধরা পড়ায় মাছ দুইটি দেখতে মৎস্য ঘাটে ভিড় জমে যায়। অনেকে কোড়াল মাছ নিয়ে সেলফি তুলতে দেখা গেছে।
শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনায় সাইফুল মাঝির জালে এই কোড়াল মাছ ধরা পড়ে। পরে বেলা ১১ টায় কোড়াল মাছ দুইটি হাজিরহাট ঘাটে নিজাম হাওলাদারের মৎস্য আড়তে কেজি প্রতি এক হাজার করে এক একটি কোড়াল মাছ বিশ হাজার টাকায় মহিউদ্দিন ব্যাপারি ক্রয় করে নেন।
সাইফুল মাঝি জানান, দক্ষিণ সাকুচিয়া সংলগ্ন মেঘনায় কোড়াল জালে বিশ কেজি ওজনের দুইটি ও ৬ কেজি ওজনের আরোও ৪ টি কোড়াল মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নিজাম হাওলাদারের মৎস্য আড়তে কেজি ধরে বিক্রি করা হয়।
হাজিরহাট মৎস্য আড়তের মালিক নিজাম হাওলাদার জানান, অসময়ে জেলের জালে এত বড় কোড়াল মাছ ধরা পড়ায় মাছগুলো দেখতে মৎস্য ঘাটে ভীড় জমে যায়। পরে ডাকের মাধ্যমে মহিউদ্দিন ব্যাপারী এক হাজার টাকা কেজি ধরে কোড়াল মাছ কিনে নেয়।
মৎস্য ব্যাপারী মহিউদ্দিন জানান, তিনি ক্রয়কৃত কোড়াল মাছগুলো শুক্রবার দুপুর ২ টায় লঞ্চ করে ঢাকায় বিক্রির জন্য পাঠাবেন। শরিনবার সকালে কাওরান বাজার মৎস্য আড়তে কোড়াল মাছগুলো বিক্রি হবে।