হোম অন্যান্যসারাদেশ মনপুরায় পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি :

মনপুরা ভোলা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় পানিতে ডুবে কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু । মঙ্গল বার (২৫ শে মে) দুপুর ২ টার দিকে ২নং হাজির হাট ইউনিয়ন চরফয়জুদ্দীন ৮নং ওয়ার্ড ফকির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু হলো- লামিয়া আক্তার (৯) , চরফৈয়জুদ্দীন ফকির হাট এলাকার লোকমানের মেয়ে, পরিবারের সদস্যরা জানায়, দুপুর ১.০০টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়।

এরপর পরিবারের লোকজন শিশুকে খোঁজাখুঁজি শুরু করে। ঘণ্টাখানেক পরে পুকুরের পানিতে শিশুকন্যাকে ভেসে ওঠতে দেখে। এরপর তাকে উদ্ধার করে মনপুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ পতিশ মন্ডল শিশু কন্যাকে মৃত ঘোষণা করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন