মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলা ২ নং হাজির হাট ইউনিয়ন পরিষদে ২ হাজার ১শত ৬৫ জেলেদের মাঝে ভিজিএফ চাউল বিতরন করেন। ৪০ কেজি করে ভিজিএফ এর চাল পাবে প্রত্যক জেলে। শনিবার সকাল ১০ টায় ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদের সামনে অসহায় ও কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়। জাটকা সংরক্ষণে ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে ২ মাস নদীতে সকল ধরনের মাছ শিকার ও ধরা সম্পন্ন নিষিদ্ধ করেছে সরকার।
উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ও ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক মিয়া এই চাউল বিতরন করেন। এই সময় আরো অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা আঃ গফুর মিয়া, ট্যাগ অফিসার মোঃ হারুন। ইউপি সদস্য, মনজু মেম্বার ও ইউনুছ মেম্বার। দৈনিক ইত্তেফাক মনপুরা প্রতিনিধি প্রভাষক ছালাউদ্দীন।
২ নং হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক জানান, দেশে মহামারী ও জাটকা সংরক্ষণে কর্মহীন জেলেদের মাঝে ভিজিএফ চাউল দিতে পেরে অনেক ভালো লাগছে। জেলেরা চাউল পেয়ে অনেক খুশী।