হোম অন্যান্যসারাদেশ মনপুরা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

মনপুরা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

কর্তৃক Editor
০ মন্তব্য 108 ভিউজ

মনপুরা ভোলা প্রতিনিধি :

ভোলার মনপুরায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে মঙ্গলবার রাতে উপজেলা হাজির হাট জাতির পিতার নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ মিছিল করে, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন সমূহ।

সন্ধ্যা ৬টায় উপজেলা হাজির হাট মিয়া জমিশার হোটেলর সামনের রাস্তার মোড়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের এবং যুবলীগের নেতাকর্মীরা।
মাগরিব নামাযের পরেই আওয়ামী লীগের দলীয়কার্যালয়ের সামনে থেকে  প্রতিবাদ মিছিল বের করেন  আওয়ামী লীগের সভাপ্রতি মিসেস সেলিনা আক্তার চৌধুরীর নেত্বিতে।

সভায়  বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি একে এম শাহাজাহান মিয়া, তিনি বলেন “পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এই গুটিকয়েক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় নয়।”

উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক বলেন, “একাত্তরে এই মৌলবাদী অপশক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে, এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আবার সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।”
মিছিল শেষে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, তিনি বলেন, “ভাস্কর্য ভাংচুর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

মিছিলটি উপজেলা প্রধান প্রধান  সড়কগুলো প্রদক্ষিণ করে হাজির হাট বাজারে এসে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সভাপ্রতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী, আ’লীগের সিনিয়র সহসভাপতি একে এম শাহাজাহান মিয়া,সহসভাপতি ও ২নং হাজির হাট ইউনিয়ন চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক, সহসভাপতি তৌয়বুর রহমান ফারুক, উপজেলা আ’লীগের যুগ্নসম্পাদক মোশারফ হোসেন মনজু ফরাজি,আ’লীগের  যুগ্নসম্পাদক ও ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল্লাহ কাজল,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিত কামাল, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক প্রভাষক ছালাউদ্দীন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্নসম্পাদক জাবেদ ফরাজি,সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর,  সেচ্ছাসেবক লীগের সভাপ্রতি নিজাম উদ্দীন মিয়া, সাধারন সম্পাদক গিয়াসউদ্দীন আযম,২নং হাজির হাট ইউনিয়ন আ’লীগের সভাপ্রতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম মাতাব্বর, ৪নং ইউনিয়ন আ’লীগের সভাপ্রতি জাহাঙ্গীর হাওলাদার। ছাত্রলীগ সভাপ্রতি সামচুদ্দীন সাগর,সম্পাদক সুমন ফরাজি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন