হোম অন্যান্যসারাদেশ মনপুরা উপকূলে শীত বস্ত্র বিতরন করলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদ

মনপুরা (ভোলা) প্রতিনিধি :

‘সেবাই আমাদের আদর্শ’, ‘রক্ত দিন জীবন বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরা উপকূলের দুই শত অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদ।

শনিবার সকাল ১০ টায় উপজেলা হাজিরহাট ইউনিয়নের জংলারখাল গুচ্ছগ্রাম, প্রেসক্লাবসহ উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে এই শীতবস্ত্র বিতরন করা হয়।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোঃ লুৎফুর রহমান মিলন জানান, আগামীতে রক্ত দানের পাশাপাশি সন্ধানী উপকূলের দূর্গম এলাকার হতদরিদ্র মানুষের পাশে থাকবেন।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সম্পাদক মোঃ নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল কবির জিসান, সন্ধানী উপদেষ্ঠা ডাঃ সাব্বির আহমেদ, ডাঃ তাজ মোঃ মঞ্জুরুল হক, মোঃ রাজীব আহসান, রুপন দত্ত, প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন সহ অন্যান্যরা।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন