হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে ৬০ বস্তা সার জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুর উপজেলায় লাইসেন্স ছাড়া ও উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভ্রাম্যমাণ আদালত এ অভিযোগে উপজেলার নেঙ্গুড়াহাট বাজারে একটি দোকান থেকে ৬০ বস্তা সার জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

জানা যায়, সরকার ইউরিয়া ও ফসফেট সারের প্রতিকেজি বিক্রয় মূল্য নির্ধারণ করেছে ২২ টাকা। অপরদিকে ফসফেট সারের মূল্য নির্ধারণ করেছে প্রতিকেজি ১৫ টাকা। তবে অভিযোগ রয়েছে প্রয়োজনের তুলনায় বাজারে সরবরাহ কম থাকার অজুহাতে অধিকাংশ খুচরা ডিলাররা বিশেষ করে পৌর শহর, রাজগঞ্জ, খেদাপাড়া, চিনাটোলা, কুয়াদা, নেহালপুর, ঢাকুরিয়া, নেঙ্গুড়াহাট, রোহিতাসহ বিভিন্ন স্থানে উচ্চমূল্যে সার বিক্রি করছেন।

উপজেলা কৃষি অফিসার আবুল হাসান জানান, সহকারী কমিশনার(ভূমি) আলী হোসেনের নেতৃত্বে শনিবার বিকেল চারটার দিকে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নেঙ্গুড়াহাট বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করা এবং অবৈধভাবে বিভিন্ন স্থানে মজুত করায় ৩৭ বস্তা ইউরিয়া, ১৭ বস্তা সালফারসহ বিভিন্ন প্রকারের মোট ৬০ বস্তা সার জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট আইনে বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক আজিজুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করা হয়। কৃষি অফিসার আবুল হাসান জানান, জব্দকৃত ৬০ বস্তা সার ন্যায্যমূল্যে চাষিদের কাছে বিক্রি করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন