হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালন উপলক্ষে মণিরামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

রোববার সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় এ দিবসটি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান আলোচনা সভার সভাপতিত্ব করেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ কাজী মাহামুদুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানটির শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বরে বের করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা পর্ব। আলোচনা সভার শেষে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযোদ্ধার উপর রচনা প্রতিযোগীতায় বিজয়ী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, মণিরামপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, মণিরামপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন