হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে ১৭৩ বোতল ফেনসিডিলসহ আওয়ামীলীগ নেতার ভাই গ্রেফতার

মণিরামপুরে ১৭৩ বোতল ফেনসিডিলসহ আওয়ামীলীগ নেতার ভাই গ্রেফতার

কর্তৃক
০ মন্তব্য 127 ভিউজ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে বস্তাবন্দি ১৭৩ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে হেলাঞ্চি বান্দাখাল সংলগ্ন মসজিদের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন হেলাঞ্চি গ্রামের আমীর আলী বিশ্বাসের ছেলে তবিবুর রহমান তবি (৪৯) ও দীঘিরপাড় গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহিন হোসেন (৩৭)।

তবিবুর রহমান খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল আলীম জিন্নাহর ভাই। সম্প্রতি সে মাদক মামলায় জেল খেটে জামিনে বের হয়েছে।

অভিযানে থাকা মণিরামপুর থানার এএসআই আব্দুর রহমান জানান, দীঘিরপাড় এলাকার দিক থেকে একটি বস্তা ভরে ফেনসিডিল এনে হেলাঞ্চি বান্দাখাল এলাকায় বিক্রির উদ্দেশে অবস্থান করছিল তবি ও শাহীন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ১৭৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন