রিপন হোসেন সাজু,মণিরামপুর (যশোর) :
মণিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে চাষী ও হ্যাচারীতে চট্রগ্রামের হালদা নদীর পোনা ও করোনার সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার মৎস্য দপ্তর চত্বরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বেসরকারী সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) যশোর ও ইন্ট্রিগ্রেটেড ডেভেলাপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) চট্রগাম এর যৌথ উদ্যোগে এ উপকরন সমুহ বিতরন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, সম্প্রসারন কর্মকর্তা তন্ময় চক্রবর্তী , আরআরএফ- এর উপপরিচালক (কর্মসুচী) শামীম উদ্দিন খান , হালদা প্রকল্পের কর্মকর্তা সজীব হোসেন, মিমো দাশ প্রমুখ । কর্মসুচীর সার্বিক সমন্বয় করেন প্রকল্পের ভ্যালু চেইন ফ্যসিলিটেটর আতিকুজ্জামান ।
উল্লেখ্য মাতৃমাছ (বুড) তৈরীর লক্ষ্যে যশোরের বিভিন্ন হ্যাচারী ও চাষীদের মাঝে আরআরএফ এ হালদার নদীর পোনা প্রণোদনা দেয়