হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে অক্সিজেন ও কনসেনট্রেটর মেশিন প্রদান

মণিরামপুরে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে অক্সিজেন ও কনসেনট্রেটর মেশিন প্রদান

কর্তৃক
০ মন্তব্য 86 ভিউজ

রিপন হোসেন সাজু ,মণিরামপুর:

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী ভিত্তিতে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সৌজন্যে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকাল ১০ঘটিকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রারানি দেবনাথের উপস্থিতিতে প্রতিমন্ত্রীর প্রতিনিধি কোভিড-১৯ পজেটিভ রোগীর জন্য অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য যশোর-৫ আসন থেকে নির্বাচিত হওয়ার পর মণিরামপুর বাসির উন্নয়ণে কাজ করে চলেছেন। কোভিড-১৯ পজেটিভ রোগির সংখ্যা মণিরামপুরে দিন দিন বেড়েই চলেছে। রোগির অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে মোট ০৩ টি অক্সিজেন সিলিন্ডার ও একটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন হাসপাতাল কর্তৃপক্ষের নিকট প্রদান করেন স্বপন ভট্টাচার্য্য। অক্সিজেন সিলিন্ডার প্রদানের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রীর প্রতিনিধি বলেন, “মণিরামপুরের মানুষের কথা ভেবেই এগুলো প্রদান করা হয়েছে। কোভিড-১৯ পজেটিভ রোগির জন্য মাননীয় প্রতিমন্ত্রী অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর মেশিন মণিরামপুর বাসীকে উপহার স্বরুপ দিয়েছেন।” এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোসাব্বিরুল ইসলাম রিফাত, আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু সহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন