হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মণিরামপুরে দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে প্রস্তুতিমূলক সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 126 ভিউজ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান সভায় সভাপতিত্ব করেন।

এ সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মণিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ বি,এম রবিউল ইসলাম ফারুকী, উপজেলা আওয়ামী লীগ নেতা জি.এম মজিদ, মণিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অরুন কুমার নন্দন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক আব্বাস উদ্দীন, মণিরামপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু, সাধারণ সম্পাদক সুনীল কুমার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, অধ্যাপক বি,এম আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, এরশাদ আলী, মশিউর রহমান, শেখর চন্দ্র রায়, বিপদ ভঞ্জন পাড়ে, জহিরুল ইসলাম, আহাদ আলী, নাজমুদ সাদতসহ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন এবং পূজা উদযাপনে সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়জিত রাখা এবং স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখাার বিষয়ে সরকারী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে বলে উপস্থিত সদস্যবৃন্দ তাদের বক্তব্যে অভিমত ব্যক্ত করেন

সম্পর্কিত পোস্ট

মতামত দিন