হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে খুচরা কাঁচাবাজারে স্বাস্থ্যবিধি মেনে কেনা-বেচা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মুখে মাস্ক নেই তো, কোন পণ্য বিক্রি নেই খরিদ্দারের কাছে। এই সিদ্ধান্ত নিয়েই মণিরামপুর পৌর শহরের খুচরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি বাস্তবায়ন করতে চলেছেন। বাজারের প্রবেশ দ্বারে ৩জন প্রহরীও রেখেছেন এ বাজার কর্তৃপক্ষ। মুখে মাস্ক না থাকলে কাঁচা বাজারে প্রবেশ করতে দিচ্ছেন না কোন খরিদ্দারকে। রোববার থেকে এ অবস্থা কড়াকড়ি করেছেন তারা। মুখে মাস্ক না থাকলে কোন ব্যবসায়ী খরিদ্দারের কাছে মাল বিক্রি করছেন না। তা ছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা-বিক্রেতারা কেনা-বেচা করছেন। খুচরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসেম এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, উর্দ্ধমুখী করোনার এ পরিস্থিতির সময়ে মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই। এছাড়া বাজারে বেচা-কেনার সময় মাস্ক তো থাকতেই হবে, তারপরও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রতি ব্যবসায়ীকে। এ অবস্থায় মাস্ক ছাড়া কোন ক্রেতাকে মণিরামপুর খুচরা কাঁচা বাজারে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ কারণে বেতন দিয়ে ৩জন প্রহরী রেখেছেন প্রবেশ দ্বারে। তবে অভিযোগ উঠেছে, কাঁচা বাজারের মধ্যে মা কালী ষ্টোর-১, মা কালী ষ্টোর-২ এবং আবু হুরাইরা ষ্টোরে কোন বিধি নিষেধ না থাকায় পরিবেশ হ-য-ব-র-ল অবস্থা চলছে কিছুটা। দোকানের সামনে বড় বড় ড্রাম রাখার কারণে পথচারীদের যাতায়াতের ভোগান্তি হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করছেন পথচারীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন