হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে কন্দাল ফসল উৎপাদন প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মণিরামপুরে কন্দাল ফসল উৎপাদন প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 114 ভিউজ

মণিরামপুর(যশোর)প্রতিনিধি :
মণিরামপুরে কন্দাল ফসল উৎপাদন (মাদ্রাজী ওলকচু) প্রদর্শনীর উপর এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মণিরামপুর, যশোর অফিসের তত্বাবধানে রবিবার (৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলার শ্যামকূড় ইউনিয়নের ধলিগাতী গ্রামে আয়োজিত এ কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর এর উপ-পরিচালক ড. মোঃ আখতারুজ্জামান।

মণিরামপুর উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকারের সভাপতিত্বে এ কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সফল কন্দাল (ওলকচু) চাষী মোজাহার আলী, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার প্রদীপ কুমার বিশ্বাস , উপ-সহকারী কৃষি অফিসার তবিবুর রহমান, জ্যোতি প্রসাদ ঘোষ, মোঃ নুর ইসলামসহ স্থানীয় কন্দাল ফসল উৎপাদনকারী কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন