মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
রবিবার (২৮ আগস্ট) বিকেলে মণিরামপুর প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত অধ্যাপক এম, এ রাজ্জাকের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ লিটনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খান আজম, সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, সাবেক সভাপতি এস.এম মজনুর রহমান, সহ-সভাপতি জি.এম ফারুক আলম, ইলিয়াস হোসেন, নির্বাহী সদস্য অধ্যাপক বোরহান উদ্দীন জাকির, মনিরুজ্জামান মনির, সাবেক নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, সিনিয়র সদস্য ডাঃ এস রহমান প্রমুখ।
এ সময় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেনের মরহুমা মাতা ও সাবেক নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হকের সদ্য প্রয়াত বড় ভাই মাস্টার আজিজুর রহমান স্মরণে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন নির্বাহী সদস্য অধ্যাপক বোরহান উদ্দীন জাকির।
