আন্তর্জাতিক ডেস্ক:
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে। সোমবার (১০ জুন) সংঘাতপূর্ণ জিরিবাম জেলায় যাওয়ার পথে তাদের ওপর হামলা চালানো হয় বলে জানায় পুলিশ।
পুলিশ বলছে, এ সময় নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে কয়েক দফা গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা। জবাবে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী।
সংঘাতপূর্ণ জিরিবাম জেলাটিতে সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেজন্য জায়গাটি পরিদর্শন করতে গিয়েছিল তার নিরাপত্তা দল। পথে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় অন্তত দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
এই অঞ্চলে অনেক দিন ধরেই সংঘাত চলছে। তবে ৬ জুন ৫৯ বছর বয়সী মেইতি কৃষক সোইবাম শরৎকুমার সিংয়ের মরদেহ উদ্ধারের পর নতুন করে সংঘাত শুরু হয়। তিনি কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন।
সোইবামের মরদেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের সুরক্ষার দাবি জানান সরকারের কাছে।
এরপর দ্রুত মণিপুরের পরিস্থিতির অবনতি ঘটে। সংঘাত প্রতিবেশী আসামেও ছড়িয়ে পড়ে। সেখানে বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের প্রায় ৬০০ জন সদস্য সহিংসতার জন্য তাদের নিজেদের ভূ-খণ্ড থেকে পালিয়ে কাছাড় জেলার লখিপুরে আশ্রয় নিয়েছিল।
জিরিবাম, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থিত।
সূত্র: এনডিটিভি