রাজনীতি ডেস্ক:
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তার সঙ্গে দেখা হওয়ায় আনন্দ প্রকাশ করেছে দূতাবাস।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে বারিধারায় মার্কিন দূতাবাসের কার্যালয়ে যান ড. আব্দুল মঈন খান। পিটার হাসের সঙ্গে সোয়া ঘণ্টার বৈঠক শেষে বিকেল ৪টায় বের হয়ে আসেন তিনি।
বৈঠকের বিষয়ে ফেসবুক পেজে পোস্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে দেখা হয়ে আমরা আনন্দিত।’
এদিকে বিএনপি নেতা মঈন খানের পক্ষ থেকে জানানো হয়েছে, পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় গণতন্ত্র, মানবাধিকার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।