হোম খুলনাসাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে সরিষার খৈল আমদানির অন্তরালে কোটি টাকা মূল্যে শাড়ী ও লেহেঙ্গাসহ বিভিন্ন মালামাল জব্দ

ভোমরা স্থলবন্দরে সরিষার খৈল আমদানির অন্তরালে কোটি টাকা মূল্যে শাড়ী ও লেহেঙ্গাসহ বিভিন্ন মালামাল জব্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 60 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সরিষার খৈল আমদানির অন্তরালে প্রায় ১০ কোটি টাকার মূল্যের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গাসহ বিভিন্ন মালামালের চালান আটক করা হয়েছে। রবিবার রাতে বিজিবি ও কাস্টমসের পৃথক অভিযানে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের পার্কিং ইয়ার্ড থেকে ভারতীয় দুটি ট্রাকসহ বিশাল এই শাড়ীর ও লেহেঙ্গার চালান আটক করা হয়।

কাস্টমস সুত্রে জানা যায়, চাপাই নবাবঞ্জের আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্টারপ্রাইজ ভোমরা স্থলবন্দর দিয়ে ৬০ টন ভারতীয় সরিষার খৈল আমদানীর জন্য ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে পশ্চিমবঙ্গের রপ্তানিকারক প্রতিষ্ঠান বিকে এন্টার প্রাইজের অনুকূলে এলসি প্রদান করেন। ঘটনার দিন ভারতীয় সরিষার খৈল বোঝাই দুটি ট্রাক ভোমরাস্থল বন্দরের পার্কিং ইয়ার্ডে ঢোকার সাথে সাথে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যরা স্থলবন্দরের বনন্ডেট এলাকায় সরিষার খৈল ভর্তি ট্রাকের বস্তা খুলে ভারতীয় উন্নতমানের শাড়ী ও লেহেঙ্গার খোঁজ পায়। এরপর বন্দর থেকে বিজিবি সদস্যরা সরিষার খৈল ও ভারতীয় শাড়ী লেহেঙ্গা বোঝায় ট্রাকটি বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসেন।

এদিকে, উক্ত আমদানীকারক প্রতিষ্ঠানের পক্ষে যশোরের সিএন্ডএফ এজেন্ট জেবা এন্টার প্রাইজের পরিচালক মাসুদ আলম উল্লেখিত ৬০ টন সরিষার খৈলের শ্লুস্কায়নের জন্য বিলঅব এন্ট্রি দাখিল করেন। দুটি ট্রাকের মধ্যে একটি বিজিবি সদস্যরা আটক করে নিয়ে গেলেও অপর ট্রাকটি কায়িক পরীক্ষণকালে কাস্টমস পরিদর্শক প্রতিটি সরিষার খৈলের বস্তায় ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা লট দেখতে পান। কাস্টমস কর্তৃপক্ষ সরিষার খৈল বোঝায় ওই ভারতীয় ট্রাক থেকে ৮হাজার ৭শত ৮৪ পিস উন্নতমানের শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেন। কাস্টমস কর্তৃক জব্দকৃত ট্রাকের পণ্যের মূল্য ট্রাক বাদে তারা প্রায় আড়াই কোটি টাকা নির্ধারণ করেছেন।

অপরদিকে, বিজিবি জানায়, তাদের হাতে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় খৈল ২০ হাজার কেজি, অতি উন্নতমানের শাড়ী ২ হাজার ৪৮৯ পিস, উন্নতমানের শাড়ী ২ হাজার ১০০ পিস, অতি উন্নমানের থ্রি-পিস ৩৫৮ পিস, উন্নতমানের থ্রি-পিস ১৫০ পিস, ব্লাউজ ২০৫ পিস, ফেনসিডিল ১৫০ বোতল। এসময় ভারতীয় ট্রাক থেকে ওই মালামাল বাংলাদেশী দুটি ট্রাকে তোলার সময় তিনটি ট্রাকই জব্দ করা হয়।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায় লেঃ কর্ণেল আশরাফুল বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক জব্দকৃত মালামালের বাজার মূল্য ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

কাস্টমস ও বিজিবি কর্তৃক জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য প্রায় ১০ কোটির টাকা বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন