হোম রাজনীতি ভোটের দিন কী করবে জামায়াত?

ভোটের দিন কী করবে জামায়াত?

কর্তৃক Editor
০ মন্তব্য 80 ভিউজ

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও যেন হারতে নারাজ সরকারবিরোধী নেতাকর্মীরা। এরই মধ্যে বিএনপির সাথে কর্মসূচির সাথে মিল রেখে ভোটের দিনেই হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৬ জানুয়ারি ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালন করার কথা জানিয়েছে দলটি।

৭ জানুয়ারির নির্বাচনকে প্রহসনের নির্বাচন দাবি করে তা বর্জনে এই কর্মসূচি ঘোষণা করে জামায়াত। এর আগে ভোট বয়কটের আহ্বান জানিয়ে গতকাল শুক্রবার দেশব্যাপী মিছিল ও গণসংযোগ করে দলটি।

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে জানান, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে আওয়ামী লীগ। প্রায় সব রাজনৈতিক দল এ নির্বাচন বয়কট করেছে বলেও দাবি করেন তিনি।

এর আগে, দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারে তামাশার নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন ও রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ২, ৩ ও ৪ জানুয়ারি সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী।

এদিকে, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফল করতে শনিবার সকালে রাজধানীর শাহবাগে মিছিল ও পিকেটিং করেন বিএনপির নেতাকর্মীরা। যাতে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচনকে ‘একতরফা’ বলে অভিযোগ তুলেছে। যেখানে স্বতন্ত্র প্রার্থীদের মাঠে নামিয়ে নির্বাচন জমিয়ে তোলার চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর বাইরে জাতীয় পার্টি ছাড়াও নির্বাচনে আছে আরও বেশকিছু দল।

বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচির মধ্যেও নির্বাচনী প্রস্তুতি শেষ করেছে কমিশন। শেষ পর্যন্ত এই নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর চ্যালেঞ্জ হাতে নিয়েছে ইসি ও সরকার। সারা দেশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্য। এ অবস্থায় ভোট বানচাল আর সরকার পতনের আন্দোলন নিয়ে মাঠে জামায়েত ইসলামী কতটুকু সরব থাকবে, তাই এখন বড় প্রশ্ন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন