জাতীয় ডেস্ক :
১৮ দিনের প্রচারণা শেষে এখন শুধুই ভোট গ্রহণের অপেক্ষা। নগরপিতা নির্বাচিত করতে প্রস্তুত ভোটাররা। নিজ নিজ বাড়িতে কর্মীদের সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন প্রার্থীরা। ভোটের আগের দিনও চলছে প্রার্থীদের কথার লড়াই।
রাত পোহালেই নির্বাচন। শহরে নেই প্রচারণার ডামাডোল। প্রার্থীরা যে যার মতো নিজ বাসায় সেরে নিচ্ছেন সমর্থকদের সঙ্গে শেষ মুহূর্তের আলাপ।
শহরের বাদুরতলা এলাকায় নিজ বাসায় নিজামউদ্দিন কায়সার ইভিএমে কারচুপির অভিযোগ করে বলেন সুষ্ঠু নির্বাচন হলে জিতে যাবে ঘোড়া।
এদিকে, নানুয়ার দিঘি এলাকায় স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু কুমিল্লা ৬ এর এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব খাটানো ও বল প্রয়োগের অভিযোগ করেন। বলেন, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
এদিকে মনোহরপুরের বাসায় সাক্কুকে ব্যর্থ উল্লেখ করে কুমিল্লার মানুষ পরিবর্তন চাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আরফানুল হক রিফাত।
২ লাখ ২৯ হাজার ৯২০ ভোটার বুধবার নির্ধারণ করবেন আগামী ৫ বছর কে থাকবেন মেয়রের চেয়ারে।