রাজনীতি ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার আত্মবিশ্বাস আছে, আমি মানুষের জন্য কাজ করছি। মানুষের যদি কাজ পছন্দ হয় তবে ভোট দেবে আর পছন্দ না হলে দেবে না। ভোট না দিলে আমি থাকব না। এখন কি আমি ভোট চুরি করতে যাব?’
বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর শেষে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আমার আত্মবিশ্বাস আছে, আমি মানুষের জন্য কাজ করছি। মানুষের যদি কাজ পছন্দ হয় তবে ভোট দেবে আর পছন্দ না হলে দেবে না। ভোট না দিলে আমি থাকব না। এখন কি আমি ভোট চুরি করতে যাব?’
তিনি বলেন, ‘ভোটের অধিকারের জন্য আমরা সংগ্রাম করলাম। যারা ভোট ডাকাত তারা এখন আমাদের ভোটচোর বলে। যাদের উত্থানটাই হচ্ছে ভোট ডাকাতি করে, খুন করে, হত্যা করে; তারা কীভাবে ভোটচোর বলে?’
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘নির্বাচন এলে অনেকেরই প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা থাকবে এতে কোনো সন্দেহ নেই। নির্বাচন যখন হবে তখন কাকে প্রার্থী করা হবে, কাকে করা হবে না–এটা আমাদের দলের লক্ষ্য থাকে।’
‘আমাদের দেশে গণতন্ত্র আছে, গণতান্ত্রিক ধারাবাহিকতা দেশে বজায় রয়েছে। অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হোক–এটা আমাদের দাবি,’ যোগ করেন তিনি।
৭৫-পরবর্তী নির্বাচন বলতে কিছুই ছিল না। মানুষের ভোটাধিকার বলতে কিছু ছিল না। মানুষের সমস্ত অধিকার এক জায়গায় বন্দি ছিল বলেও জানান প্রধানমন্ত্রী।