হোম ফিচার ভোট দেননি মেয়র সাদিক

রাজনীতি ডেস্ক:

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার ভোট দেননি সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সোমবার (১২ জুন) দলের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের দাবি, দলের সিদ্ধান্ত মেনে বরিশালে আসেননি সাদিক।

এর আগে গত ৩ জুন গৌরনদীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিভাগীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের এক বিশেষ সভা হয়। সেখানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম জানান, ‘মেয়র সাদিককে ঢাকায় বসে বরিশালের নির্বাচন পরিচালনা করতে বলা হয়েছে। তিনি আসবেন না এটা দলীয় সিদ্ধান্ত।’

এ ঘোষণার পর সাদিকপন্থী নেতাকর্মীরা নৌকার পক্ষে প্রচার প্রচারণায় নামে। সাদিকপন্থী একাধিক নেতাকর্মী জানান, দলীয় সিদ্ধান্ত মেনেই ভোট দিতে আসেননি তিনি। তবে আমাদের নানা দিকনির্দেশনা দিয়েছেন। পাশাপাশি নৌকাকে জয়ী করতে কাজ করেছেন তিনি। সব সময় নেতাকর্মীদের খোঁজ রেখেছেন।

এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেয়া ভোটের ফল অনুযায়ী বরিশাল সিটির নতুন নগরপিতা হয়েছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহের চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বরিশাল শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন