হোম বিনোদন ভোট দিবেন না চিত্রনায়িকা ববি!

বিনোদন ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ থাকলেও ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। অন্যদের মতো এদিন ববিরও ইচ্ছা ছিল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার। কিন্তু শেষ পর্যন্ত তা পারছেন না নায়িকা।

সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে ববি বলেন, ভোট দেওয়া নাগরিক অধিকার। কোনোভাবেই সেটি মিস করা উচিত নয়। কিন্তু আমাকে মিস করতে হচ্ছে।

হঠাৎ কেন ভোট দেবেন না নায়িকা জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমে ববি জানান, নায়িকার মা ও বোন অস্ট্রেলিয়ায় থাকেন। তাদের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ২ মাস আগেই টিকিট কেটে রেখেছিলেন। সে বিমান টিকিট অনুযায়ী, ববির ফ্লাইট আগামী ৩ জানুয়ারি।

প্ল্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে এক মাস কাটাবেন ববি। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না।

ভোট দিতে না পারায় অনেকটা মন খারাপ নিয়েই ববি বলেন, দুই মাস আগে টিকিট কাটায় জানতে পারিনি নির্বাচন ৭ জানুয়ারি হবে। আগে জানতে পারলে টিকিট এক সপ্তাহ পিছিয়ে কিনতাম।

নির্বাচনে ভোট দিতে না পারায় এবার একটু বেশি মন খারাপ ববির। কারণ এবারই চিত্রনায়ক ফেরদৌস ঢাকা ১০ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। তাই এবারের নির্বাচনে ভোট দিতে না পারাকে ‘দুর্ভাগ্য’ বলেও মনে করছেন অভিনেত্রী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন