হোম ফিচার ভোট কারচুপির জন্যই ৩০০ আসনে ইভিএমে নির্বাচন চায় আ.লীগ: টুকু

রাজনীতি ডেস্ক :

ভোট কারচুপির জন্যই আওয়ামী লীগ ৩০০ আসনে ইভিএমে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (১১ মে ) চাঁদপুর জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির এ নেতা আরও বলেন, নিরপেক্ষ ছাড়া কোনো সরকারের অধীন নির্বাচনে যাবে না বিএনপি।

তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব অনেক কথাই বলেন। উনি তো বিএনপি করেন না, বিএনপি আমরা করি। এবার এদের আন্ডারে আমরা নির্বাচন করব না। অস্তিত্ব রক্ষার কথা বলেছেন, বাংলাদেশে সব থেকে বড় দল বিএনপি। দেখা যাবে দেশে সবচেয়ে বেশি মানুষ বিএনপিপন্থি। আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন তাদের আছে। তাদের তো দল নেই। তাদের আছে পুলিশ আর লাঠিয়াল বাহিনী। আমাদের দল আছে।’

গত নির্বাচনে বিএনপি নিরপেক্ষ সরকারের দাবি তুললেও পরবর্তী সময়ে সংলাপ ও নির্বাচনে অংশ নিয়েছিল দল। এবারও কি সেই ঘটনার পুনরাবৃত্তি হবে বিএনপির এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা (ক্ষমতাসীনরা) সব ট্রাস্ট নষ্ট করেছে। জনগণের ট্রাস্ট তারা নষ্ট করেছে। তারা জনগণকে পরাজিত করেছে। জনগণকে পরাজিত করে জোর করে ক্ষমতায় বসে আছে। এবার নির্বাচন তখনই হবে যখন জনগণ জয়লাভ করবে। সেই নির্বাচনে আমরা যাব।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন