হোম Uncategorized ভৈরবে মাদক সহ ৪ ব্যাক্তি আটক

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা- সিলেট মহাসড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেঁতুর টোলপ্লাজা এলাকা থেকে ২১ কেজি গাঁজা, ৪ বোতল স্কাফ সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব। সে সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির আঠারো হাজার চরশত টাকা, প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৪৫-২১৮৬) জব্দ করে।

আটককৃতরা হলো- ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আকাবর গ্রামের হিরণ মিয়ার ছেলে মইন উদ্দিন (২৪), একই এলাকার আঃ রাজ্জাকের ছেলে ময়নাল ওরফে জয়নাল (৩৪), পাবনা সদর উপজেলার কুমিল্লী গ্রামের শুক্কুর আলীর ছেলে আব্দুল আলীম, পাবনা সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের কাজী শহিদ মিয়ার ছেলে জিয়ারুল (২৬)। আটককৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়েরের পর ভৈরব থানায় সোপর্দ করে বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় র‌্যাব-১৪, সিপিসি- ৩, ভৈরবক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্ত এলাকা হতে সাদা রঙ্গের প্রাইভেটকার করে মাদকদ্রব্যের একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করে র‌্যাব।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে স্কাফ ও মাদকদ্রব্য গাঁজা প্রাইভেটকারে করে দেশের অভ্যন্তরে নিয়ে আসতো ও তা রাজধানীর কতিপয় ব্যক্তির নিকট বিক্রয় করতো।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন