হোম অন্যান্যসারাদেশ ভৈরবে ভূমিদস্যু হুমায়ুন কবিরের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে ভূমি দস্যু হুমায়ুন কবিরের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী । শুক্রবার দুপুরে কালিকাপ্রসাদ গাজিরটেক এলাকায় ভুক্তভোগী শতাধিক গ্রামবাসি ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে । তারা জানান, গাজিরটেকে বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণ শুরু করলে গাজিরটেক গ্রামের হুমায়ুন কবির গ্রামের মানুষদের ভুল বুঝিয়ে এক জনের বিরুদ্ধে অন্য জনকে মামলা দিয়ে হয়রানী, কৌশলে জমি দখল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে । এ বিষয়ে প্রতিকার চেয়ে কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান ফারুক মিয়ার কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে । মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজি আঃ হেকিম,আঃ আজিজ, হাজি আঃ রউফ মিয়া, আরশ আলী, আঃ লতিফ প্রমূখ ।

অভিযুক্ত হুমায়ুন কবির অভিযোগ অস্বীকার করে বলেন, আরশ আলীর সাথে তার ওয়ারিশান সম্পত্তি নিয়ে মামলা চলমান । গাজিরটেক বালির মাঠে তার কোন জমি নেই ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন