হোম অন্যান্যসারাদেশ ভৈরবে প্রতিপক্ষের বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

ভৈরবে এক ব্যাক্তির অস্ত্রাঘাতে চিকিৎসাধীন আহত অপর এক ব্যাক্তির মৃত্যুর জেরে প্রতিপক্ষের বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে ভৈরব পৌর শহরের কমলপুর মুসলিমের মোড় আবুল খায়েরের বাড়ি ও তার ভাড়াটিয়াদের ব্যবসা প্রতিষ্ঠানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ, র‌্যাব ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানায়, গত ১৬ ফেব্রুয়ারি শহরের গাছতলাঘাট এলাকায় হায়ার কাউসার নামের এক সন্ত্রাসীর হামলায় ব্যাকগিয়ার হৃদয় নামে অপর এক সন্ত্রাসী গুরুতর আহত হয়। মঙ্গলবার সকালে ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যায়। খবর পেয়ে ভৈরবপুর গ্রামের নিহত হৃদয়ের বাড়ির লোকজন দুপুর ২টায় অস্ত্র নিয়ে কমলপুর গ্রামের কাউসারের বাড়িসহ তাদের ভাড়াটিয়াদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এতে জুতার বক্সের কারখানা ও বুট মিলসহ ৫টি দোকান পুড়ে যায়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন