হোম অন্যান্যসারাদেশ ভৈরবে পৌর নির্বাচন ২৮ ফেব্রুয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি :

পঞ্চম ধাপে কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভা সহ ৩১ পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত মঙ্গলবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মোঃ আলমগীর। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়ন বাছাই ৪ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ হবে ২৮ ফেব্রুয়ারি।

এ ধাপে সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম)’র মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

উল্লেখ্য, ১ম ধাপে দেশের ২৫ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৮ ডিসেম্বর। ২য় ধাপে ৬১ পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটগ্রহণ হয়। ৩য় ধাপে ৬৪ পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি ও ৪র্থ ধাপে ৫৬ টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন