কিশোরগঞ্জ প্রতিনিধি :
ভৈরবে দুই সপ্তাহ ধরে পৌরসভার সাপ্লাইয়ের পানি না পাওয়ায় ভোগান্তিতে রয়েছে হাজারো পরিবার। সাহরি, ইফতারসহ নিত্যপ্রয়োজনীয় ব্যবহারের জন্য পানির সংকটে পড়েছে তারা। এ লক্ষ্যে গ্রাহকরা খালি কলসি নিয়ে পানির দাবিতে বুধবার পৌর এলাকায় ঘোড়াকান্দা জব্বার জুটমিল সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করে। জানা যায়, ১৯৯৯ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৮ কোটি টাকা ব্যয়ে ভৈরবে দেড় লাখ গ্যালন ধারণক্ষম ওয়াটার প্লান্ট ট্রিটমেন্ট স্থাপন করে। পরে ২০০৭ সালে তা পৌরসভাকে হস্তান্তর করে। শুরু থেকে পৌরসভা দুই শতাধিক গ্রাহক নিয়ে যাত্রা শুরু করে। ঘোড়াকান্দা, ভৈরবপুর, পঞ্চবটি, কমলপুরসহ বেশ কয়েকটি এলাকার গ্রাহকরা গত ৭-৮ মাস ধরে ঠিকমতো পানি পাচ্ছে না। বিভিন্ন সময় পানি বিভাগে ও সাবেক পৌর মেয়রের কাছে অভিযোগ করেও কোনো কাজ হয় নি। ভৈরব পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ শাজাহান মিয়া সাংবাদিকদের বলেন, লাইনে ত্রুটির কারণে পানি সরবরাহে বিঘ্ন হতে পারে। পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণু বলেন, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিয়ে পানি সরবরাহের ব্যস্থা নেওয়া হবে।