কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ আয়োজনে পালিত কর্মসূচীতে সরকারী- বেসরকারী বিভিন্ন অফিসের প্রায় শতাধিক নারী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, ধর্ষণ সহ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। সবার আগে নারীদের নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস, সমাজ সেবা কর্মকর্তা রিফাত জাহান ত্রপা, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম প্রমূখ।