মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ অফিসঃ
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে আরএফএলের এরিয়া ম্যানেজার মাইনুল ইসলাম তুষার (৪৫) বলে জানা গেছে। নিহত ব্যাক্তি ঝালকাটি জেলার কাঠালিয়া উপজেলার আমতোয়া গ্রামের আমজাদ হোসেনের পুত্র। আজ বুধবার সকাল পৌনে ৯টায় ভৈরব নাটাল মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটি জব্দ সহ ট্রাকের হেলপার রাতুল মিয়া (১৮) কে আটক করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে অফিসের সামনে মোটরসাইকেলে বসে কারো জন্য অপেক্ষা করছিলেন মাইনুল ইসলাম। এই সময় পেছন থেকে কয়লা বোঁঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
