হোম অন্যান্যসারাদেশ ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেঁতুর ভৈরব প্রান্তে ঢাকা- সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত ফারুক খান (৩৫) ভৈরব পৌর শহরের চণ্ডীবের পাঠান বাড়ির সালাম খানের ছেলে বলে জানা যায়। ফারুক ভৈরব বাজারে ব্যবসা করতেন। শুক্রবার রাতে মামাতো ভাই আরিফকে নিয়ে ব্যক্তিগত কাজে আশুগঞ্জে যান। লকডাউনে যানবাহন চলাচল বন্ধ থাকায় তারা হেঁটে বাড়ি ফিরছিলেন। রাত নয়টা ১৫ মিনিটে সৈয়দ নজরুল ইসলাম সেঁতুর ভৈরব প্রান্তে আসলে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে আরিফের কাছে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ফারুকের কাছে গেলে মুরগি বোঁঝাই একটি গাড়ি আসতে দেখে ছিনতাইকারীরা ফারুকের বুকে, হাতে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে গুরুতর অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তী করে। রাতে ১১টায় তার মৃত্যু হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিন সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন