কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে শুক্রবার দিবাগত রাতে এক সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) লুবনা ফারজানার নেতৃত্বে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বনফল নামের একটি সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে সময় ৬৫ বস্তা খোলা ও ৪৫ বস্তা প্যাকেটজাত সেমাই জব্দ করে তা মেঘনা নদীতে ফেলে দেয়া হয়। অভিযানে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, ভৈরব থানার উপ- পরিদর্শক গৌতম চন্দ্র দাস ও অন্যান্য পুলিশ সদস্য।