হোম জাতীয় ভৈরব- কুলিয়ারচরে আইভি রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

ভৈরব- কুলিয়ারচরে আইভি রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

কর্তৃক
০ মন্তব্য 180 ভিউজ

 

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ:

আজ ২৪ আগস্ট নারী আন্দোলনের অগ্রদূত আইভি রহমানের ১৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিনটি পালিত হয়েছে। ভৈরবে সকাল ৯ টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মিত আইভি রহমান স্মৃতিস্তম্ভে ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ সহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও আজ সকাল ১০.৩০ মিনিটে আওয়ামীলীগের ভৈরব কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অন্যদিকে কুলিয়ারচর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আজ বিকেলে ও সন্ধ্যায় আগরপুর বাসস্ট্যান্ডে ২ নং রামদী ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, ২০০৪ সালের ২১আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগের সন্ত্রাস-বিরোধী জনসভায় ঘাতকের ছোঁড়া গ্রেনেড হামলায় মারাত্মক আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন