হোম অর্থ ও বাণিজ্য ভোজ্য তেলের বাড়তি দাম চাপ বাড়িয়েছে ক্রেতাদের

ভোজ্য তেলের বাড়তি দাম চাপ বাড়িয়েছে ক্রেতাদের

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

অনলাইন ডেস্ক:

দীর্ঘদিনের সংকট শেষে দাম বাড়ানোর পরই বোতলজাত সয়াবিন তেলে সয়লাব বাজার। অন্যদিকে নির্ধারিত দামের চেয়ে বাড়তি টাকায় কিনতে হচ্ছে খোলা সয়াবিন তেল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ভোজ্যতেলের এই বাড়তি দাম আরো চাপ বাড়িয়েছে ক্রেতাদের।

বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মাসখানেক আগে আমদানি ও উৎপাদন পর্যায়ে করছাড় দেয় সরকার। তবে সেই কর ছাড়ের সুফল মেলেনি। উল্টো বাজারে তৈরি হয় কৃত্রিম সংকট। শুরু হয় বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর চাপ।

এমন পরিস্থিতিতে গত সোমবার লিটারে ৮ টাকা বাড়ানো হয় বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম। এরপর হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলে সয়লাব বাজার।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, নতুন বোতলের পাশাপাশি পুরাতন বোতলও পাওয়া যাচ্ছে বেশিরভাগ দোকানে। তবে সেটাও বিক্রি হচ্ছে বাড়তি দামে। ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ার সঙ্গে সঙ্গেই সরবরাহ বাড়িয়েছে কোম্পানিগুলো।

এদিকে সরকারের বেঁধে দেওয়া দাম অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হওয়ার কথা ১৫৭ টাকায়। তবে তা বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে অন্তত ১০ টাকা বেশিতে।

এমনিতেই নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে নাজেহাল ক্রেতারা। এর ওপর সয়াবিন তেল নিয়ে এমন কারসাজিতে চাপ আরো বেড়েছে তাদের। এ অবস্থায় তেল নিয়ে তেলেসমাতি বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন