হোম অন্যান্যসারাদেশ ভুয়া সনদে ভূমি অফিসে ৩৮ বছর ধরে চাকরি, পদোন্নতিতেও শীর্ষে!

ভুয়া সনদে ভূমি অফিসে ৩৮ বছর ধরে চাকরি, পদোন্নতিতেও শীর্ষে!

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

নিউজ ডেস্ক:
রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আলীমুজ্জামানের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার, বয়স জালিয়াতি, পদোন্নতিতে প্রতারণা ও সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, এতসব অভিযোগের পরও বর্তমানে তিনি পদোন্নতির গ্রেডেশন তালিকার শীর্ষে রয়েছেন।

অভিযোগকারী হলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক শেখ।

গত ৪ সেপ্টেম্বর তিনি দুদক চেয়ারম্যান এবং ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের অনুলিপি পাঠানো হয় বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ এবং রাজবাড়ী জেলা প্রশাসকের কাছেও।

ওই অভিযোগপত্রে জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আতাউর রহমানের বিরুদ্ধেও সনদ জালিয়াতির অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্র এবং সংশ্লিষ্ট সনদপত্র বিশ্লেষণে জানা গেছে, মো. আলীমুজ্জামান ১৯৮৭ সালের ২৫ নভেম্বর তৎকালীন তহশীল অফিসে পিওন পদে অষ্টম শ্রেণির সনদ অনুযায়ী চাকরিতে যোগদান করেন। ওই সনদ অনুযায়ী তার জন্ম তারিখ ছিল ২৫/১১/১৯৬৮। কিন্তু পরবর্তীতে ১৯৮৯ সালে এসএসসি পাশের সনদে জন্ম তারিখ উল্লেখ করা হয় ১৪/০৬/১৯৭৩। যা আগের সনদের সঙ্গে সাংঘর্ষিক এবং এতে দেখা যাচ্ছে, চাকরিতে যোগদানের সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর ৫ মাস, যা সরকারি চাকরির ন্যূনতম বয়স (১৮ বছর) অনুসারে সম্পূর্ণ অবৈধ।

এছাড়াও অভিযোগ করা হয়েছে, এসএসসি পরীক্ষার সময় (১৯৮৯) তার প্রকৃত বয়স ছিল ২১ বছর, যা পরীক্ষার নির্ধারিত বয়সসীমার বাইরে। এ জন্য তিনি বয়স কমিয়ে জাল জন্ম তারিখ উল্লেখ করেন। তাছাড়া তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই উচ্চশিক্ষা গ্রহণ করেন, যা ২০০৪ সালে তদন্তে প্রমাণিত হলে দ্বি-বর্ষ ইনক্রিমেন্ট স্থগিত রাখা হয় (মামলা নম্বর: ০৪/২০০৪)।

শুধু জাল সনদে চাকরি নয়। আলীমুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি খানখানাপুর ইউনিয়ন ভূমি অফিসের সরকারি কাচারিতে পরিবারসহ বসবাস করেও বাড়িভাড়া ভাতা গ্রহণ করেন। যা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৪(২) ধারা অনুযায়ী অনিয়ম। এতো কিছুর পরও বর্তমানে তিনি ৩০ জনের মধ্যে পদোন্নতির গ্রেডেশন তালিকার শীর্ষে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগ প্রসঙ্গে চাইলে মো. আলীমুজ্জামান বলেন, ‘আমি এই মুহূর্তে কোনো সাক্ষাৎকার দিতে পারবো না। বিষয়টি ইউএনও স্যারের তদন্তাধীন রয়েছে। তদন্তে যদি আমি দোষী প্রমাণিত হই এবং চাকরি থেকে বরখাস্ত করা হয়, তবে তা মাথা পেতে মেনে নেবো। আমি আমার স্যারের নির্দেশ ছাড়া কিছু বলতে পারি না।’

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী বলেন, ‘ভূমি উপ-সহকারী কর্মকর্তা আলীমুজ্জামানের সনদ ও জন্ম তারিখ জালিয়াতির যে অভিযোগ রয়েছে, সে বিষয়ে আমি অবগত নই। বিষয়টি প্রথম আপনার (সাংবাদিকের) কাছ থেকেই শুনলাম।’

অভিযোগকারী আব্দুর রাজ্জাক শেখ বলেন, ‘ভুয়া সনদ ও বয়স জালিয়াতির মাধ্যমে কেউ যদি ৩৮ বছর ধরে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে এবং এখনও পদোন্নতির তালিকায় শীর্ষে থাকেন, তা প্রশাসনিক স্বচ্ছতা ও ন্যায়ের ওপর বড় আঘাত। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। আমি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন