জাতীয় ডেস্ক:
চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য রয়েছে। ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে— এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (২৯ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবে আওয়ামী লীগের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বার্থেই এসব সমঝোতা স্মারক সই করা হয়েছে। ভারতের ওপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষর করা হয়েছে। তাছাড়া, ভুটানের সাথে এ নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
হাছান মাহমুদ আরও বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থেই আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর সাথে নেপাল এবং ভুটানকেও যুক্ত করার চেষ্টা করা হবে।
এ সময় বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, দলটির নেতাদের মাঝে মিথ্যা কথা বলার প্রতিযোগিতা চলছে। তারা এসব কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। এছাড়া, যারা আওয়ামী লীগ ছেড়ে গিয়েছে, তাদের অনেকে রাজনৈতিক উদ্বাস্তুতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।