আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক আলিগড় শহরের নাম পরিবর্তন করে ‘হরিগড়’ করার প্রস্তাব পাস হয়েছে।
আলিগড় সিটি করপোরেশনের মেয়র প্রশান্ত সিংগালের বরাত দিয়ে এ সংক্রান্ত খবর জানিয়েছে এনডিটিভিসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। চলতি সপ্তাহে এক বৈঠকে আলিগড়ের নাম পরিবর্তনের প্রস্তাব পাস হয়।
আলিগড় মিউনিসিপ্যাল করপোরেশনের মেয়র প্রশান্ত সিংগাল মঙ্গলবার (৭ নভেম্বর) জানান, স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পন্ডিত আলিগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব করেন। এতে অন্য সব কাউন্সিলর সর্বসম্মতভাবে সমর্থন জানিয়েছেন। প্রস্তাবটি এখন বিবেচনার জন্য সরকারের কাছে পাঠানো হবে।
ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা বলছেন, আমরা আশা করি, সরকার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেবে। আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আলিগড়ের নাম পরিবর্তনের প্রস্তাবটি ২০২১ সালে জেলা পঞ্চায়েত সভায় অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠানোর পর সেটি আর গতি পায়নি।
২০১৭ সালের মার্চ মাসে ক্ষমতায় আসার পর থেকে অন্য শহরসহ বিভিন্ন প্রকল্প ও স্থাপনার নাম পরিবর্তন করেছে যোগী আদিত্যনাথ সরকার।