আন্তর্জাতিক ডেস্ক:
দুই সপ্তাহ আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় ভারতের উত্তরাখণ্ডে এক নার্সকে ধর্ষণ ও হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উত্তরাখণ্ডের উধম সিং নগরে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। শুক্রবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কলকাতার আরজি কর হাসপাতালে চিকিত্সক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গসহ ভারতজুড়ে আলোড়নের মধ্যেই ধর্ষণের পর হত্যার এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত ১৪ আগস্ট অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ জুলাই সন্ধ্যায়, ৩৩ বছর বয়সী ওই নার্স হাসপাতাল থেকে বের হয়েছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি একটি অটোরিকশা নিয়ে বাসার দিকে ফিরছেন। তবে তিনি নিজের বাসায় আর ফিরতে পারেননি। ভাড়া করা ওই বাসায় তার ১১ বছরের মেয়ের সঙ্গে বাসবাস করতেন।
এ ঘটনার পরদিন তার বোন নিখোঁজের অভিযোগ দায়ের করেন। অবশেষে, আট দিন পর, গত ৮ আগস্ট, উত্তর প্রদেশে বাসা থেকে দূরে একটি খালি প্লটে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।