জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ১০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়। তারা কুতপালং ক্যাম্প থেকে পালিয়ে আসে।
বিজিবি’র খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সালাহ উদ্দিন জানান, মাটিলা বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে ৬ জন নারী ও ৪ পুরুষ রয়েছে। বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।