হোম আন্তর্জাতিক ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর নতুন প্রধান রবি সিনহা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তা রবি সিনহা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পেশায় পুলিশ কর্মকর্তা রবি সিনহা ১৯৮৮ সালে ভারতের ছত্তিশগড় রাজ্য থেকে ভারতীয় পুলিশ সেবা বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) মাধ্যমে পুলিশে যোগ দেন। র-এ যোগ দেয়ার আগে তিনি ছত্তিশগড় পুলিশের দ্বিতীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত ৭ বছর ধরে তিনি ছত্তিশগড় পুলিশের অপারেশনাল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রবি সিনহা এমন এক সংকটময় সময়ে র-এর দায়িত্ব গ্রহণ করলেন, যখন ভারতে শিখ উগ্রবাদী আন্দোলন এবং মণিপুরের জাতিগত দাঙ্গার মতো ভয়াবহ ঘটনা নিয়মিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

র-এর প্রধান নিযুক্ত হলেও রবি সিনহা দায়িত্ব গ্রহণ করবেন আগামী ১ জুলাই থেকে। কারণ সংস্থাটির বর্তমান প্রধান সামন্ত গোয়েলের মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এর পরই রবি সিনহা দুই বছর মেয়াদে র-এর প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

রবি সিনহা বর্তমানে ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বিশেষ সচিব হিসেবে কর্মরত। তার পদের বিশেষ পরিচিতি হলো, তিনি ভারতের জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতে চলমান চরম বামপন্থীদের সশস্ত্র আন্দোলনের ওপর নজর রাখছেন।

রবি সিনহাকে র-এর প্রধান হিসেবে নিয়োগ দেয়ার মাধ্যমে সরকার আবারও সংস্থাটির শীর্ষ পদে সরাসরি অপারেশন পরিচালনায় সক্ষম এমন একজনকে বেছে নিল।

উল্লেখ্য, ভারতে র-এর প্রতিদ্বন্দ্বী ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন একজন পুলিশ কর্মকর্তা। আইবির প্রধান তপন ডেকা আইপিএস এ রবি সিনহার ব্যাচমেট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন