হোম আন্তর্জাতিক ভারতীয় কর্মীদের নির্ভয়ে কাজ করতে বললেন বিবিসি মহাপরিচালক

আন্তর্জাতিক

একটানা তিন দিন ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) ভারতের দুই অফিসে তল্লাশি চালিয়েছে দেশটির আয়কর কর্মকর্তারা। সংবাদকর্মীদের মধ্যে ভীতি ছড়াতেই এই অভিযান চালানো হয় বলে অভিযোগ করেন অনেকে। তবে, ভারত সরকারের দাবি—নিয়ম অনুযায়ী তল্লাশি চালিয়েছে কর কর্মকর্তারা। এবার সেই ভারতেই কর্মীদের নির্ভয়ে কাজ করার জন্য বলেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি। ইমেইলের মাধ্যমে কর্মীদের এই বার্তা দেন তিনি। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ভারতীয় কর্মীদের উদ্দেশে দেওয়া মেইলে তাদের ধন্যবাদ জানান ডেভি। ইমেইলে তিনি লেখেন, ‘ভয় বা পক্ষপাতিত্ব ছাড়া প্রতিবেদন করা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের দায়িত্ব, বিশ্বের সমস্ত শ্রোতাদের কাছে সাংবাদিকতার মাধ্যমে সত্য পৌঁছে দেওয়া। আমরা সেই কাজ থেকে বিরত থাকব না।’

বিবিসি মহাপরিচালক আরও লেখেন, ‘আমি আপনাদের পরিষ্কার করতে চাই, বিবিসির কোনো এজেন্ডা নেই—আমরা উদ্দেশ ছাড়াই চলি। আমাদের প্রধান উদ্দেশ নিরপেক্ষ সংবাদ পরিবেশন।’

গত ১৪ ফেব্রুয়ারি প্রথম ভারতের দিল্লি ও মুম্বাই অফিসে তল্লাশি অভিযান চালায় ভারতের আয়কর কর্মকর্তারা। টানা তিন দিন চলে এই কাজ। এ সময় বিবিসির কর্মীদের ব্যক্তিগত মোবাইল ফোন ও ল্যাপটপও চেক করে তারা। এ নিয়ে কর কর্মকর্তাদের সম্পূর্ণ সহযোগিতা করা হয়েছে বলে জানায় বিবিসি।

তল্লাশি অভিযান শেষে দেশটির আয়কর বিভাগ বিবিসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন